এসেছে নব ঋতু রাণী বর্ষা
বারি বর্ষণের তালে তালে,
বহিছে যৌবনের জোয়ার
কীর্তিনাশা নদীর গাঁয়ে।
নব যৌবনে হাসছে নদী
ছলছল করে,
রবির স্নিগ্ধ আলো পড়েছে
নদীর কূলে বিটপির গতরে।
প্রকৃতির গানের ছন্দে ছন্দে
আগমন বর্ষা ঋতু,
মাঝে মাঝে হাসছে রবি
ঘন মেঘেরও ফাঁকে।
মুষলধারে বৃষ্টি নেমেছে
কীর্তিনাশা নদীর চরে,
চাষীরা হাটু জলে নেমে
সোনালী আঁশ কাঁটছে আপন মনে।
কীর্তিনাশার অথৈ জলের প্লাবনে
খেলছে যৌবনের খেলা,
যে খেলায় শত শত লোকে
চিরদিনের জন্যে হচ্ছে সর্বহারা।