মন চায় বাঁকা মেঠো পথে হাটতে স্নিগ্ধ শুভ্র বাতাসে
এই কংক্রিটের বন্দি জীবন ফেলি।
কতদিন ধরে কলমি ফুলগুলি হয় না ছুঁয়ে দেখা
শহরের জীবনে পিষ্ট হচ্ছে মোর সকল আশা।
তরীর মাঝে শুয়ে হয়না দেখা রাতের আকাশকে
যখনি হয় জলে জোৎস্নার খেলা।
কতদিন হয় না মোর খালি পায়ে হাটা বৃষ্টি ভেজা ঘাসে
যেথায় কেটেছে মোর শৈশবকাল।
এই নগরে অজস্র লোকের চলছে ব্যস্ত জীবন
সকলের জীবনটাই আজ যেন বন্দি খাঁচার পাখি।
পৃথিবী নামক টেলিভিশনে করছে সকলে অভিনয়
যাহার নির্মাতা মহান বিধাতা।
এসব ভাবনায় মোর দিবানিশি কাটে যায়
প্রতিটি রাতে স্বপ্নের মাঝে গমন করিয়া করি স্বপ্ন পূরণ।