রুগ্ন দেহে বেদনার্থ মনে বসে আছে মায়া তরুতলে
নয়ন দিয়া গড়িয়ে পড়ছে বারিধারা অনবরত তবে,
এক নজরে অবলোকন করছে এই মায়াবী প্রকৃতিকে
মাঝে মাঝে ছাড়ছে কষ্টের দীর্ঘশ্বাস বুক ভারি করে।
কতো আশা ছিলো ওর গড়িবে এক সুন্দর জীবন
বাল্য বিবাহের কবলে পড়ে সব আশা হলো নিস্ফল,
কতো চাঞ্চল্যকর ছিলো মেয়েটি আজ মন মরা
আহ!এই সমাজ ব্যবস্থায় ওর জীবনটাই হলো বৃথা।
কতো সুন্দর ছিলো ওর হাসি যেন মুক্ত ঝড়িয়া পড়ে
সারাদিন কেটে যেত আনন্দ করিয়া খেলার ছলে,
কতো আর বয়স হবে এই তো সবে দশ বা এগারো
অথচ এই বয়সেই ওর পিতা-মাতা দিয়ে দিলো বিয়ে।
এভাবে কতো মায়ার জীবন আড়ালে থেকে যায়
বদ্ধ কুঠরে আবদ্ধ থেকে কেঁদে যায় বাকিটা জীবন,
কবে যে উঠে যাবে এই সমাজ ব্যবস্থা থেকে
এক নির্মম ভয়াল থাবা বাল্য বিবাহের প্রচলন হতে।