এক মুঠো শাপলা হাতে নিয়ে
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়,
কখন আসবে তুমি?
তোমার আসার পথ ও পথের প্রান্তে,
তাঁকিয়ে আছি আমি।
পড়ন্ত বিকেলে ক্ষণিকের জন্যে
জল নেওয়ার ছলে,
নদীর কূলে তুমি আসলে যখন,
বিমোহিত হয়ে তাঁকিয়ে ছিলাম কিছুক্ষণ।
পাশ কাটিয়ে চলে গেলে
আঁড়-চোখে দেখলে আমাকে।
তাঁকিয়ে ছিলাম তোমার চলে যাবার পথে
যতক্ষণ যাচ্ছিল দেখা তোমাকে,
কিংবা তারপরও আরো কিছুক্ষণ।
এক মুঠো শাপলা হতে নিয়ে
ভারাক্রান্ত মনে,
গোধূলি বেলা বাড়ির পথে হাঁটা দিলাম।