এই শ্রাবণে জোৎস্না রাতে
পুকুর ঘাটে,
একা বসে আছি।
এই পুকুর পাড়ে থাকা
কেয়া ফুলের
শুরুভী আসছে,
বাতাসের সাথে সাথে।
কে যেন
গুনগুন শব্দে গাইছে গান,
বিমোহিত হয়ে
শুনছি আমি তাহার গান।
কণ্ঠে তাহার
চমৎকার শোভা পেয়েছে,
নজরুল সঙ্গীতের টান।
একা একা বসে
ভাবছি আমি তোমাকে নিয়ে,
কি চমৎকার!
কণ্ঠ দিয়েছিল
মহান সৃষ্টিকর্তা তোমাকে।
তুমিও তো চমৎকার গাইতে
নজরুল সঙ্গীত,
প্রায়ই আমার পাশে বসে
এমনই জোৎস্না রাতে
গান গেয়ে শুনাতে আমাকে।
আজ তুমি নেই
আছে শুধু তোমার স্মৃতি,
প্রতি রাতে
এই পুকুর ঘাটে একা বসে
স্মৃতি গুলো নিয়ে তোমাকে ভাবি।