জৈষ্ঠ্য মাসে গগনে ঘন ঘন মেঘ ছুটে চলে দলে দলে
তারি সাথে অস্ত নিমজ্জিত সবিতা পশ্চিমের গগনে,
এই গোধূলি লগ্নে তরুতলে একা বসে বসে
আমি ভাবছি রূপে লাবণ্য এই মায়াবী প্রকৃতি নিয়ে।

পুবের আকাশে অনবরত ঘন মেঘের আনাগোনা
তরী নিয়ে তরিঘরি মাঝিদের বাড়ি ফেরা,
অথৈ জলে হাঁসের ছানাগুলো এখনো করছে খেলা
ছোট বালকেরা মাটি জল মেখে খেলায় উঠেছে মেতে।

সবুজ ঘাসে দোলা দিয়ে যায় পুবের বাতাস
তারি সাথে রোপা আমন ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়।

গোধূলি লগ্নে গাঁয়ের বধূরা ফিরছে জল নিয়ে বাড়ি
পাখিরা কিচিরমিচির শব্দে ফিরছে দলবেঁধে নীড়ে,
ক্ষণিকে ক্ষণিকে বদলাচ্ছে এই মায়াবী প্রকৃতি  
এই গোধূলি লগ্নে প্রকৃতির প্রেমে আমি পাগলপারা।