প্রভাতের কিরণ ঝলমল রোদ আষাঢ়ে নিভেনা
আষাঢ় ভিজে টিপ টিপ রোদ বর্ষা অসহায় বিকেলে পা টিপে টিপে,
ঘাসজল একটা মুহূর্ত আমাকে ভালবেসে ছিল।
তাকে ছুয়ে দেখার স্পর্শে তাকিয়ে থাকা!
অনুভূতির ভরা শৈশব ক্রন্দন নীল ব্যাথা
সে ছেড়ে যায় আবার ফিরে আসে;
বুঝে তবে ফিরে আসি কখনো তোমার ভিতর।
সম্পর্ক কে দেখতে, দেখা হয়না
ঘোরের রক্ত মৃত্যু মুখ থুবরে মাটি নির্যাসে মলিন হয়
সব শেষ হয়ে শেষ সব।