(১)
আসুক নিভৃত কোন কাল রাত্রি,জলের ঝাপটা লাগুক সারাগায়
বর্ষন ঘনিভূত ওষ্ঠ চুম্বনে ভিজবে কপাল,নাক,ঠোঁট
বোকা হাসি এককোনে অন্ধকার ছুঁতে বার বার
জেগে থাকা নিঃশ্চুপ মন খোঁজে সিদ্ধ মাটির বিকিরণ রস।
(২)
শূন্য থেকে যদি পরে,তোমাকে ছুঁবো
ঠেলে আসা দিন খুঁজতনা প্রেম;
তাই,ভিজে ভিজে কাঁপে কিছু খসরা ফয়সালা
ছাড়পত্র না পেয়ে সৃষ্টি হল আত্ন কাহন আঠার।