(১)
সন্ধ্যার কালো আলো তোমাকে আরো সুন্দর করল
দুপুরের রোদ তোমাকে ছুয়ে দিল দেখার স্হিরতা,
তোমার আওয়াজ হাজার বছর সুধার ঝরণা
জাগ্রত করে জান্নাত,কাম,প্রেম,পিপাসা, দর্শন।
(২)
দুপুরের কিছু রোদ তোমাকে নিয়ে গেল
ক্লান্ত শরীর এলিয়ে সুখ এসে ভিড় বাঁধে
লেনদেনে অনেক দেরি করে তুমি
আসবেনা কোনদিন শরীর ও মনের নির্যাস হয়ে।
(৩)
তুমি দেখবে বলে সকাল হল
সাদা সফেদ ছুয়ে দেবে তোমার সর্বাঙ্গ
বুঝবেনা সুখের এত নিরণ্জ্ঞনা কিসে?
পার হবে না বুঝে বুঝে দৈনন্দিন স্পর্শতা।
(৪)
চাঁদে পড়ে বিকেল তোমার মুখ ফ্যাকাশে
সূর্যের আলো অগ্রসর গোধূলী অনির্বান
রক্তিম পৃথিবী সাজে প্রতিদিন নতুন দিনে,
ক্ষয়ে ক্ষয়ে যায় পৃথিবীর কিনারা
ভাল লাগে সব পথ ফেরার অবসরে
ছায়া প্রেম বিতরণ করে তুমি কোনদিন।