ভেসে ভেসে কার জন্য চলতে থাকল
অন্তপূরনের মন এখন কান্না প্রিয় মিমের,
অন্য শরীর তোমার ভাল লাগে।
মন খুজে খুজে তোমাকে পেয়েছিল
সমান হৃদয় কেন বিপরীত না চাইলে আমারই থাকতো?
জলে খেলা করা জল রং অচেনা
তুমি কি জানোনা।
বাস শূন্য আমার থাকাতে কত একা আমি;
কিনারা অস্পষ্ট হাত ধরো তোমার আমিতে
স্নান হোক জীবন যেতে যেতে।