ভালো লাগে রং তুলি হীন ছবি আঁকতে
নিঃস্বার্থভাবে মা মাতৃভূমিকে ভালোবাসতে।
ভালো লাগে কবিতার পাতা উল্টোতে
সত্য ও সুন্দরের মাধ্যমে সমাজ পাল্টাতে।
ভালো লাগে রাতে আকাশে তারা গুণতে
কবি হিসেবে অন্য কবির সাথে গল্প করতে।
ভালো লাগে দখিনা হাওয়ায় একা দাঁড়িয়ে
নিজের মধ্যে নিজেকে হারিয়ে অন্য আমিকে খুঁজে পেতে।
ভালোবাসি সত্য ও সুন্দরের পথে চলতে
বৈষম্য বিহীন স্বদেশের কথা একাকী ভাবতে।
ভালোবাসি শুধুই মা, মাতৃভূমি, মাতৃভাষাকে
যার মধ্যে খুঁজে পাই আমার আমিকে।