২/ শরৎ মানে
আনোয়ার হোসেন সোহাগ
শরৎ মানে
নীল আকাশে রৌদ্র মেঘের খেলা
শরৎ মানে
নদীর পাড়ে কাশফুলেরই মেলা।
শরৎ মানে
দূর্গাপুজোয় নতুন জামা কেনা
শরৎ মানে
সকালবেলা ফোটে হাসনাহেনা।
শরৎ মানে
দূর্গা দেবীর বাপের বাড়ি আসা
শরৎ মানে
মায়ের কাছে বলবো মনের আশা।
শরৎ মানে
দূর আকাশে শুভ্র মেঘের ভেলা
শরৎ মানে
নদীর ধারে কাশফুলেরই দোলা।
শরৎ মানে
শিশিরভেজা মধুকূপী ঘাস
শরৎ মানে
দূরে কোথাও সাদা রঙের কাশ।
শরৎ মানে
চিরসবুজ ফসলেরই মাঠ
শরৎ মানে
বাবার গায়ে নতুন কেনা শার্ট।
শরৎ মানে
ঋতুর রানী আগমনী গান
শরৎ মানে
নতুন করে বাঁচতে শেখা প্রাণ।