আমাদের ছোট ভাই নাম তার শুভ
কথায় ও কাজে সে একেবারে ধ্রুব।
    মুখে থাকে চিরকাল নির্মল হাসি
গ্রামের সবাই তাকে খুব ভালোবাসি।
পড়ার সময় পড়ে সে খেলার সময় খেলা
নিয়মমাফিক কাজে সে করে না যে হেলা।
দেশকে নিয়ে অনেক ছবি আঁকে হৃদয় মাঝে
তার মতো দেশপ্রেমিক দেশমাতা যে খুঁজে।
ছোট্ট থেকে বৃদ্ধ সবাই শুভর কথা বলে
ভালোবাসা নিয়েই যেন এই ছেলেটি চলে।