জীবনে ব্যর্থতা আসবে
থমকে দাঁড়াতে হবে অল্প সময়ের জন্য।
জীবনে বাঁধা আসবেই
হার মানতে হবে ক্ষণিকের জন্যে।
তাই বলে ব্যর্থতার গ্লানি নিয়ে-
অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে রাখা
বীর পুরুষের কাজ কী ?
- না।
বরং সময়ের স্রোতে দিতে হবে গা ভাসিয়ে
নূতন পথের সন্ধানে
তবেই তুমি জিতবে নতুন সাজে।
আর তাই হেলা না করে শ্রম দাও নিত্য নতুন কাজে।