চলো সবাই এগিয়ে যাই
সত্যের পথে
একসাথে গড়ি সমাজ
দেশ সেবার ব্রতে।
শিক্ষা জাতির মেরুদণ্ড
আমরা সবে জানি
সুশিক্ষা গ্রহন করে
সাজাই ধরণী।
দুর্নীতি যে দেখায় আধার
জাতির অভিশাপ
একসাথে রুখে দিতে
এসো, পা বাড়াই একধাপ।
মাদক' খুব ভয়াবহ
বিনাশ করে জাতি
সবে মিলে নির্মূল করি
মাদক গ্রহনের নীতি।
চলো' রে ভাই এগিয়ে যাই
সাজাই পৃথিবী
নতুন সমাজ গড়তে সবে
মন থেকে হই কবি!