তুমি ভালোবাসা দেবে বলে
কবি ঃঃ আনোয়ার হোসেন সোহাগ
তুমি ভালোবাসা দেবে বলে
হাত রেখে তোমার হাতে
ভালোবাসা বিনিময়ে দুজন
চলতে চাই দুজনে অজানা পথে
তুমি ভালবাসা দেবে বলে
চোখে চোখে হচ্ছে কথা
প্রেমের ভাবনায় বিভোর হয়ে
দুজন হয়েছি দুজনের মিতা।
তুমি ভালোবাসা দেবে বলে
দেখা হয়েছে দুজনার সাথে
তুমি ও আমি আমরা হতে
দুজনে এসেছি পৃথিবীতে।