তোমাকে বলতে চাই
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ
রোদেলা দুপুরে কলেজ ক্যাম্পাসের
ক্যাফেতে তোমার সাথে হয়েছিল দেখা
তারপর তোমার মনের কবিতাপাঠ করে
প্রথম হলো আমার ভালবাসা শেখা।
সেদিন তোমার চাহনি, বাচনভঙ্গি
আর মিষ্টিমুখের হাসি
আমাকে ভীষণভাবে তোমার প্রতি আকৃষ্ট করেছিল
আর ইচ্ছে জাগিয়েছিল যেন তোমায় বলি ভালবাসি।
তবুও আমি তৃষ্ণার্ত হৃদয়ে তোমাকে
বলতে পারিনি হৃদয়ের কথা
সেদিনের সেই ব্যর্থতা আজও আমার
মনে খুব তীব্রভাবে জাগায় ব্যাথা।
তাই আজ আর কোন ভুল নয়
তোমাকে বলতে চাই
আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ নাই।
উল্লেখ্য যে কবিতাটি সম্পূর্ন কল্পনা শক্তি কাজে লাগিয়ে রচনা করেছি।
২
চারিদিকে শুধু তুমি
কবি ঃঃ আনোয়ার হোসেন সোহাগ
আমি আজ চারিদিকে তাকালে শুধু তোমাকে দেখি
রং হাতে পেলে ক্যানভাসে তোমার ছবি আঁকি।
আমি যখন শুনি প্রেমের গান
তোমায় নিয়ে চিত্রকল্পে ভরে যায় প্রান।
আমি যখন খাবার খেতে বসি টেবিলে
মনে হয় তুমি খাবার দিচ্ছো পাতে তুলে।
আমার রাতের স্বপ্ন জুড়ে আজ শুধুই তুমি
কারন তুমিহীন নিঃস্ব এখন আমি।