ওদের একটু ভালোবাসা দাও
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ
কবিতাটি কালশিটা যৌথ কাব্য সংকলনে প্রকাশিত।
শহরের পথে বাস্তুহারা অনেক শিশু থাকে
হয়তো তারা জানে না তাদের জন্মপরিচয়
তবুও ঠিক পায় ট্যাবলেট, ফুলওয়ালা, আর
টুকাইয়ের মতো কত বিশেষণে বিশেষিত হওয়ার সুযোগ।
পায় না শিক্ষার আলো, রাতে ঘুমোনোর আশ্রয় আর অনেক সময় জুটে না পাতে ভাত এভাবে কেটে যায় এদের যুগের পর যুগ
এদের উপরে পড়ে না নতুন সূর্যের আলো
দেখে না বৃষ্টির পরে আকাশের রংধনু
শুনে না ভালোবাসার গান।
কীভাবে শুনবে ওরা ভালোবাসার গান?
কেউ তো ওদের ভালোবাসে না।
বরং গরিব পথশিশু ভেবে ওদের ঘৃণা করে ঘৃণা।
তবে এটি কি মানুষের ধর্ম?
ওরাও তো মানুষ, ওরা হয়তো পায়নি তোমার মতো সুযোগ, তাই তো পথে পথে ঘুরে করে কর্ম।
আর তুমি করো অফিসে গিয়ে কাজ, তুমি খাও ভালো ভালো খাবার হয়তো ওরা পায় না।
মানুষ হিসেবে তাদের আছে অধিকার
আছে সুযোগ নতুনভাবে পরিচিত হওয়ার।
শুধু দরকার ওদের পাশে দাঁড়িয়ে একটু ভালোবাসা দেয়া।
তবে দেখবে ওরা বিশ্ব জয় করবে, বিশ্ব জয়।