প্রখর রোদে দাঁড়িয়ে
আজ আমি খুব ক্লান্ত
বিলাসিতায় সব হারিয়ে
আজ আমি বড্ড শান্ত।
একসময় সব ছিল, ব্যাংক ভর্তি টাকা
বর্তমানে ব্যাংক হিসাবটা সম্পূর্ণ যে ফাঁকা
কোথাও যেতে লাগতো আমার অনেক দামি গাড়ি
জীবন তাগিদে এখন আমায় ছাড়তে হলো বাড়ি।
সময় থাকতে দেইনি আমি টাকা পয়সার মূল্য
পরিচয়ে এখন আমি নিঃস্বদেরই তুল্য।