পৃথিবীর সব গ্রন্থ
তোমায় এনে দিলাম
পৃথিবীর সমস্ত বাণী
তোমায় দিয়ে গেলাম
পৃথিবীর সমস্ত গান
দিলেম তোমার তরে
পৃথিবীর সব কবিতা
লিখবো তোমায় ঘিরে
তুমি শুধু দিয়ে যাও
শান্তি এই পৃথিবীর বুকে
বর্ণবাদের কথা ভুলে
থাকবো যেথায় সুখে
ধর্মবিভেদ ভুলে গিয়ে
পাশে দাঁড়াবো দুঃখে।