আমি নতুন একটি সূর্য উদয়ের অপেক্ষায়
যে সূর্যের তাপে একদিন দূর হবে করোনা
আজ আমি একটি নতুন চাঁদের অপেক্ষায়
যে চাঁদের আলো কখনও করোনা ভয়াবহতার কাছে হার মানবে না।
আবারও আমি নতুন কবিতার প্রার্থনা করি
যে কবিতা করোনাকে বিদায় দিবে
তাই আমি নতুন সচেতনতা প্রার্থনা করি
যে সচেতনতায় নিজেকে নিজের করে নিবে।
এখন, আমি নতুন গানের কন্ঠ চাই
যে কন্ঠে থাকবে না হারানোর বেদনা
আমি একটি নতুন সমাজ চাই
যে সমাজে থাকবে না সর্বগ্রাসী করোনা।