বাজার জুড়ে ভেজাল জিনিস
করছে ছড়াছড়ি
সব জিনিসে ফরমালিনের
শুধুই বাহাদুরি।
টাকা দিয়ে কিনছি মোরা
বিষের মতো পণ্য
ব্যাকুল হয়ে খুঁজে সবে
টাটকা ফলের জন্য।
ফলমূল শাকসবজি
আলু চাল ডাল
হরেক রকম কারসাজিতে
দশা হলো বেহাল।
প্লাস্টিকের চাল আছে
আছে তরকারি
এসব পণ্য কিনতে সবে
করছে ঘুরাঘুরি।
কেমন করে চিনবে মানুষ
আসল নকল জিনিস
কেমন করে রুখবে সবাই
ভেজাল নামক বিষ।
আসুন সবাই রুখে দাঁড়াই
বাঁচাই নিজের প্রাণ
কণ্ঠে সবার উঠুক শুধু
ভেজাল মুক্ত করার গান।