মানুষ পঁচা দুর্গন্ধ
আনোয়ার হোসেন সোহাগ
আমাদের চারপাশে আজ শুধুই পঁচা দুর্গন্ধ
মানুষ গুলো আজ বড্ড পঁচে গেছে
কেন জানো?
এই মানুষেরাই মানুষের বুকে গুলি ছুঁড়ে
ছোট্ট শিশুকে ধর্ষণ করে।
এই মানুষই মদ্যপান করে সারা পাড়া চেঁচিয়ে বেড়ায়,
কখনো আবার শিশুকে নিয়ে বসে জুয়ার মহা আড্ডায় ।
কখনো বৃদ্ধ মা বাবাকে গভীর জঙ্গলে ফেলে যায়,
কখনো মুমূর্ষু রোগীর চিকিৎসার টাকা নিয়ে পালায়।
কখনো এই মানুষই অসহায়ের শেষ সম্বল গ্রাস করে মৃদু হেসে,
সেই টাকা আবার পাচার করে ভিনদেশে।
সত্যি আজ মানুষগুলো বড্ড পঁচে গেছে।
পঁচা দুর্গন্ধ বায়ুর সাথে মিশে গেছে।
তবে এখন উপায়?
জানতে চাও?
তবে শুনো -
এই পচনরোধ করতে দরকার ভালোবাসা ছড়িয়ে দেয়া
দরকার পারিবারিক শিক্ষা জোরদারে পদক্ষেপ নেয়া।
সবচেয়ে বেশি দরকার দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ আর শ্রদ্ধা জাগ্রত করা