তোমাকে ভালোবাসি বলে মনের জানালা রেখেছি খুলে
না পাওয়ার সব বেদনা ভুলে।
তোমাকে ভালোবাসি বলে এখনও আকুল হই গানে
সুর জেগে উঠে আনমনা প্রানে।
তোমাকে ভালোবাসি বলে এখনও রাত জেগে থাকি
মনের ক্যানভাসে শুধু তোমার ছবি আঁকি।
তোমাকে ভালোবাসি বলে এখনও কবিতা লিখি
এখন জানালায় বসে বৃষ্টি দেখি।
তোমাকে ভালোবাসি বলে রাতের তারা ভালো লাগে
আর মনের মধ্যে অজানা অনুভূতি জাগে ।
তুমি যে আমার মনের মিতা
এখনও রয়ে গেলে অপরিচিতা