প্রতিদিনই লিখছি কিছু
কবিতার পাতায়
অনেক কিছু  রাখি ভেবে    
লিখতে গেলে পালায়।
কবিতা প্রকাশ করে
পূর্ণ করি আশ
সবকিছু যে মনে হয়
পূর্বেরই প্রকাশ।
কি করি ভাই পাই না খুঁজে
  ভাবনা লেখার  খাতা
সময়মতো তবুও আসি
নিয়ে কবিতার পাতা।।    

এরকম একটি কবিতা পাঠ করার পর  নিজে কিছু লেখার চেষ্টা করেছি।