মনের সব অজানা কথা
রবীন্দ্র নজরুলের অমর গাঁথা
বিরহ মিলন সম্পর্কের কথা
তুমি কোথায় খুঁজে পাবে?
যদি বলি কবিতায়।
কবিতা সত্য ও সুন্দরের আকর্ষন ।
কবিতা মনের খোরাক জোগায়
ভালোবাসা সহজে যেন হাত বাড়ায়।
কবিতা অনুপ্রেরণার বাতিঘর
মানুষকে করে সহসা অমর।