দশ বছর পেরিয়ে গেছে
বাড়ি এলো না খোকা
বৃদ্ধ বাবা বসে ভাবে
ঘরটা যে তার ফাঁকা।
ছেলে এখন ঢাকায় থাকে
হাতে মস্ত টাকা
বৌমার বাসায় থেকে খোকা
দিনে দিনে হলো ন্যাকা।
বৃদ্ধ বাবা বসে ভাবে
খোকা যে তার কখন আসে
দিন হয় রাত্রি যায়।
খোকার দেখা নাহি পায়।