আমরা সবাই উঠলে জেগে সজাগ হবে সবে
আমরা যদি ঘুমিয়ে থাকি ঘুমিয়ে সবাই রবে।
এদিকে সেদিক অন্যায় কাজ দেখছি সবার মাঝে
কেউ তো আবার নতুন করে ভিন্ন রূপে সাজে।
অনাহারে আজকে দেখি কাঁদছে কতো শিশু
তবু মোরা টাকা উড়াই বিলাসিতার পিছু।
মাদক জুয়ার ছড়াছড়ি আজকে প্রতি গ্রামে
পুলিশ তাদের তাড়া করে বৃথাই শুধু ঘামে।
ধর্ষণ আজ নিত্য দিনে হচ্ছে সারা গাঁয়ে
দুর্নীতি যে করছে সবে পড়ছে বসের পায়ে।
এসব দেখে আজকে যদি ডুবে থাকি ঘুমে
প্রশ্ন জাগে পাপের গায়ে দিচ্ছে নাতো চুমে।
সজাগ হয়ে জানাই সবে শুধুই প্রতিবাদ
পুড়িয়ে দেবো জানোয়ার আজ যদি দিস আঘাত
এসো সবাই জেগে উঠি, জাগাই চেতনা
এই দেশেতে অন্যায় আজ মেনে নেবো না।