এ জাতি কী বাংলা উর্দু সংমিশ্রণের প্রতিবাদ করার ইতিহাস ভুলে গেছে?
এ জাতি কী তাঁর রক্ত দিয়ে কেনা ভাষার পূর্ণ ব্যবহার দিতে একেবারেই ভুলে গেছে?
তবে কেন ফেসবুকের পাতায় আজ বাংলার বিকৃত ব্যবহার?
তবে কেন মেসেঞ্জারে ইংরেজি বর্ণ দিয়ে বাংলা প্রকাশের লীলা খেলা?
যদি সত্যি তুমি বাঙালি হও, বাংলা হয় তোমার মায়ের ভাষা
তবে তুমি শুধু বাংলায় লিখে প্রকাশ করো তোমার মনের আশা।
দায়িত্বের সাথে ব্যবহার করো বাংলা ভাষা
বাংলা হোক শুধুই তোমার নেশা।
যদি বাংলা ব্যবহার করো সর্বত্র,
যদি সম্মান জানাও পূর্ণভাবে
তবে শহিদের আত্মা শান্ত হবে।
তোমাদের তরে আমার আকুল আবেদন
ছেড়ে দাও বাংলা ইংলিশের সংমিশ্রণ।