সকাল বিকাল রাত্রিবেলা
মায়ের যেন হানা
হাতের কাছে থাকবে মোবাইল
ধরতে শুধু মানা।
মোবাইল নাকি নষ্ট করে
সময় এবং শ্রম
অনেক কিছুও থাকে সেথায়
সবই নাকি ভ্রম।
হাতে মোবাইল দেখলে মা
ভীষণ যান রেগে
তাইতো মোবাইল লুকিয়ে চালাই
বইয়ে কিংবা ব্যাগে।
মোবাইলও যে দরকারি ভাই
নিত্য নতুন কাজে
কি করে যে মাকে বোঝায়
মোবাইল নহে বাজে।