আর্তনাদ! আর্তনাদ! আর্তনাদ!
আর কতো শুনতে হবে মানুষের আর্তনাদ
কবে শেষ হবে মানুষের আর্তনাদের দিন?
কবে মানুষ ফিরে পাবে তার স্বপ্নের দিনগুলো?
আমি জানি না
তবে হয়তো শোষিতের আর্তনাদ শেষ হবে যবে মানুষের আর্তনাদ প্রতিঘাতে পরিণত হবে
যবে তারা শোষকের পাহাড়সম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে,যবে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেবে শোষকের বিরুদ্ধে শ্লোগান দিয়ে।
তবে তোমরা ভুলে যেও না
অধিকার আদায়ে নুরলদীনের কথা, বঙ্গবন্ধুর কথা
তোমরা তাদের পথ অনুসরণ করে আন্দোলন করে এগিয়ে যাও। যাও এগিয়ে
আমি নিশ্চিত তোমরা জেগে উঠলে আর আর্তনাদ করে ভারি করতে হবে না আকাশ বাতাস তার বদলে
থাকবে শুধু সফলতা আর সাম্যের নিশান।
আর দেরি নয় এগিয়ে যাও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, এগিয়ে যাও প্রতিবাদ জানাতে
তোমাদের জয় নিশ্চয়।