পতাকা তুমি স্বাধীনতার প্রতীক
রক্ত দিয়ে কেনা কাপড়
পতাকা তুমি সহস্র প্রানের আবেগ
তোমায় পেতে লক্ষ প্রান রেখেছে অমর স্বাক্ষর
পতাকা তুমি জাতির গৌরব
পরাধীনতার বেড়ি ছিন্ন করার অহংকার
পতাকা তুমি ছিলে জাতির আশা
তোমায় পেতে একসাথে দিয়েছি হুংকার।
পতাকা তুমি লক্ষ শহিদের আমানত
জাতি হিসেবে পাওয়া অধিকার
পতাকা তুমি বীরাঙ্গনার দান
তোমায় রক্ষা করা আমাদের অঙ্গীকার।