আমার ভালোবাসা তুমি
যার চোখে আমার স্বদেশ
আমার স্বপ্ন তুমি  
যে নির্দ্বিধায় মেনে দেশের আদেশ।

আমার ভালোবাসা তুমি
যে ভাষার মর্যাদা দিতে জানে
আমার স্বপ্ন তুমি
   যে দেশের মর্যাদা তুলে ধরে কবিতা ও গানে।    


আমার ভালোবাসা তুমি
যে সত্যে নির্ভীক
আমার স্বপ্ন  তুমি
যে সততায় হয়েছে নাবিক ।

আমার স্বপ্ন তুমি
যে ভালোবাসতে জানে
আমার ভালোবাসা তুমি
সত্য, সততা,দেশ বন্দনা সদা বহমান যার প্রানে।