বৃষ্টি হলে ঢাকা শহর
ডুব দেয় যেন জলে
  মেয়র সাহেব নিরুপায়
দোষ দিবো কী বলে ।
অনেক বছর পরে আসে
জনগনের মূল্যে
ভোট শেষে ভাই
প্রতিশ্রুতি কেমনে তারা ভুলে।
দিনের পথে দিন চলে যায়
আসবে কবে শান্তি
এমন করে চললে' রে
ভাই বাড়বে ভোগান্তি।
ঢাকার মানুষ এখন চায়
বাঁচুক নদী- নালা
বৃষ্টি হলে যেন তারা
দোকানে না  দেয় তালা ।
বৃষ্টি যদি আসে আসুক
জল চলে যাক খালে
ভোগান্তি যে কমবে' রে ভাই
অল্প কিছুও হলে।