তোমাকে বাংলার মানুষ অভিশাপ দিচ্ছে
বাংলার পঙ্গপাল অভিশাপ দিচ্ছে
তোমার সাথে এখন কবিতার বিদ্রোহ
কারন তুমি অনেক মানুষকে করেছিলে দাহ।
তোমাকে দেখে বাংলার পাহাড় - পর্বত হাসে,
কারন তোমার ঠাঁই হয়নি কোন দেশে।
তোমাকে বাংলার পাখিরা বিশ্বাস করে না,
কারন তুমি অনেক শিশুকে করেছিলে মাতৃহারা।
তোমাকে বাংলার মায়েরা ঘৃণা করে,
তুমি নিয়েছিলে অনেক নারীর সম্ভ্রম কেড়ে।
তোমাকে বাংলার ধূলিকণা ঘৃণা করে,
কারন তুমি দেশদ্রোহী, রাজাকার।