সর্বনাশা করোনার ভয়াবহতায়
যখন সমগ্র বিশ্ব ভয় আর ভীতি নিয়ে
নিজেকে বাঁচানোর জন্য শত চেষ্টায় ব্যস্ত
তখন তুমি তোমার সুরক্ষাকে উপেক্ষা করে
এগিয়ে গিয়েছিলে রোগিকে বাঁচানোর জন্য।
স্বজন যখন রোগিকে ফেলে দিলো তখন তুমি তাকে বাঁচানোর জন্য রাতভোর চেষ্টায় নিমজ্জিত ছিলে।
তোমার চোখের নিচে,সুদর্শন চোহারার ভাঁজে মাস্কের দাগ রক্তাক্ত বর্ণ ধারন করেছিলো তবুও তুমি আইসোলেশনে থাকা রোগিকে নিয়ে নতুন স্বপ্ন বুনে ছিলে,
তোমার চিন্তা চেতনা জুড়ে ছিলে করোনাকে জয় করে রোগী যেন আবার প্রাণ ভরে হাসতে পারে।
তোমার চোখে ঘুম এলোমেলো হয়ে এসেছিল কিন্তু তুমি তখন ঘুমাও নি
তোমার চোখে মুখে ক্লান্তি আর দাগ নিছক কোন ক্ষত নয় বরং
তোমার মায়ের স্বপ্নকে বাস্তবে রূপায়নের চেষ্টা
কারন তোমার মা স্বপ্ন দেখতেন তুমি ডাক্তার মানুষের আশীর্বাদ কুড়িয়ে নেবে
তোমার এই রাতভোর জেগে থাকা আর পিপিই পড়ে দাঁড়িয়ে থাকার ঋণ কখনো পূর্ণ করা যাবে না
যাবে না তোমার সাহায্যের বিনিময় ফিরিয়ে দেয়া
তবে তুমি পাবে মানুষের ভালোবাসা আর আশীঁর্বাদ
তুমি তো কালের মহানায়ক
তোমাকে জানাই শতকোটি সালাম।