আমি আজ বড্ড একা
করোনা যদিও দিয়েছে দেখা।
তবুও করোনার কাছে আমি বড্ড ঋণী।
কেন জানতে চাও?
কারন -
করোনা দিয়েছে যানজটবিহীন রাস্তা
পরিেবশকে দিয়েছে নির্মল অবস্থা।
পাখিদের দিয়েছে নিরাপদ ঠিকানা
নিশ্চিহ্ন করছে ধর্ষকের আস্তানা।
করোনা আমাকে কী শিখিয়েছে জানো?
-না।
তবে শুনো,
করোনা শিখিয়েছে এ পৃথিবীতে কেউ কারো না।
একাকী লড়াইয়ে ঠিকে থাকাই সাধনা।
করোনা আরো শিখিয়েছে ভালোবাসা ভালোবাসার জন্য,
সেবা করেই জীবন হয় ধন্য।