১/ কথা ছিল শরতের দিনে...
আনোয়ার হোসেন সোহাগ
কথা ছিল হবে দেখা
শরতের বিকেলবেলা,
কাশফুলের পরশে ভাসাবো
ভালোবাসার ভেলা
কথা ছিল দেখা হবে
নদীর ঐ পাড়ে,
দুজন দুজনার হয়ে
হারাবো কাশফুলের ভিড়ে।
কথা ছিল দেখা হবে
মেঘের ছুটির দিনে
হারিয়ে যাবো তুমি আমি
ভালোবাসার অজানা টানে।
এসেছে আজ শরতের দিন
চলো যাই কাশবনে
দুজন দুজনার হয়ে মিশে
যাই এক মনে।
২/
শরৎকাল
আনোয়ার হোসেন সোহাগ
শরৎকালে নীলাকাশে ভাসে মেঘের ভেলা
নদীর ধারে কাশফুলেরা করে দারুন খেলা।
শরৎকালে দূর্গাপুজো মায়ের আরাধনা
পুজোর জন্যে নূতন জামা হয় যে সবার কেনা।
শরৎকালে হাসনাহেনা ছড়ায় তাহার সুবাস
শিশিরভেজা ঘাস যে দেখায় নতুন রূপের আবাস।
শরৎকালে মেঘের দল খেলে লুকোচুরি,
নদীরধারে দেখা মেলে নৌকা সারি সারি।
শরৎকালে ঋতুর রানী জাগায় সবার প্রান
তাইতে সবাই একসাথে গায় আগমনী গান