আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমরা আজ কি একেবারে ভুলে গেছি?
ভুলে গেছি কি আমাদের পূর্বপুরুষদের বারংবার নির্যাতিত হওয়ার ইতিহাস?
তবে কেন আমরা এখনো ঘুমিয়ে?
কেন এখনো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না?
আর যদি শিক্ষা নিয়েই থাকতাম -
তবে কেন এখনো শ্রমিকেরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত?
কেন আমাদের চাষারা এখনো অন্ন বস্ত্রের যোগান না দিতে পেরে আত্নহত্যার পথ বেছে নেয়?
কেন বর্ণবৈষম্য আজও মানুষকে আহত করে?
তাই আজ আর ঘুমের মধ্যে নিছক স্বপ্নে ডুবে থাকা যাবে না,
করতে আমাদের দৃষ্টির পরিবর্তন ।
যে দৃষ্টি জুড়ে থাকবে সাম্যের ছায়া
যে দৃষ্টি জুড়ে থাকবে ভালোবাসা আর মায়া
যে দৃষ্টি জুড়ে থাকবে শ্রদ্ধা।
তাই আর কালক্ষেপন নয়,
আসুন আজই করি দৃষ্টি পরিবর্তন
হ্যাঁ, দৃষ্টি পরিবর্তন।