বুকের সব ব্যাথা, মনের অজানা কথা তুমি কোথায় খুঁজে পাবে?
রবীন্দ্র নজরুলের অমর গাঁথা তুমি কোত্থেকে জানতে পারবে?
কালে কালে যারা মহীয়ান হয়েছেন তাদের কথা কোথা থেকে জাতে পারবে?
যদি বলি বই থেকে।
বইয়ের পাতা খুললে তুমি অতি সহজে জানতে পারবে কালজয়ী কিছু কথা।
বইয়ের মধ্যে তুমি খুঁজে পাবে অনন্তকালের প্রেম কাহিনি।
আর তাই -
জীবনকে ফুলেল মোহিত করতে তোমাকে ভাবতে হবে বইয়ের পাতা
মনের খাতায় লিখে রাখতে হবে বইয়ের অমর গাঁথা।
যদি সত্যি জীবনে সফল হতে চাও
একটু বইয়ের কাছে যাও।