শিক্ষা জীবন শেষ হলো ভাই
চাকরি পাবো কবে!
শিক্ষিত এক বেকার আমি
বলছে এখন সবে।
চাকরি যেন সোনার হরিণ
ভাগ্যে জুটা দায়!
সবাই এখন করছে মানত
চাকরি যেন পায়।
কি করে যে চাকরি হবে
প্রার্থী অনেক বেশি
টাকার আবার ছড়াছড়ি
বসকে করো খুশি।
বসের টেবিল সাজিয়ে রাখা
হরেক রকম ফাইলে
চাকরি পেতে দিতে হবে
লক্ষ টাকা চাইলে।
জ্ঞান আছে, টাকা নেই
চাকরি তোমার নহে
অপেক্ষা যে করতে হবে
অনেক কিছু সহে।
পাড়ার মাসি, আপন খালা
করবে কানাকানি
সবই তোমায় সইতে হবে
ঝরবে চোখের পানি।
কেমনে বোঝাই বেকার জীবন
কত খানি বোঝা !
চাকরি হবে এই কথাটি
নয় তো এত সোজা।