আমি এই বাংলার যেদিকে তাকাই
দেখি মুজিবের ঘর
আকাশে বাতাসে শুধুই শুনি
মুজিবের কন্ঠস্বর।
আমি এই বাংলার ফসলের মাঠে
দেখি মুজিবের হাসি
শুনি বাংলারপাহাড় পর্বত নদী বলছে
আমরা মুজিবকে ভালোবাসি।
আমি এই বাংলার কবিতা গানে
শুনি মুজিবের অবদান
মুজিব ছিল বলেই হয়তো,
বাংলা পেয়েছে প্রাণ।
আমি এই বাংলার অস্তিত্ব জুড়ে
শুধু দেখি একটি নাম
শতকোটি বাঙালির ভালোবাসা
শেখ মুজিবুর রহমান।