দু:সময়ে যে থাকে দূরে
স্বার্থ ফুরালে সরে পড়ে,
ভুলিওনা তার মিষ্টি সুরে
যদি সে মাথা ঠুকে মরে!

কবি কুঞ্জ,পারুলিয়া
১১ফেব্রুয়ারি২৫মঙ্গলবার
০৫টা২১পিএম৩০৫২আসাপারি