ঔরসে অহংকার
ওয়ারিশে হুংকার,
অংশে অলংকার
হৃদয়ের ঝংকার!