সময় হল শায়েস্তা করার
বন্ধ কর সব অপরাধ,
অপশক্তিকে রোধ করার
রুধিতে যত রক্তপাত!
ষড়যন্ত্রটাকে রুখে দেবার
মেলাও সবে কাঁধে কাঁধ,
কুচক্রীকে বুঝিয়ে দেবার
তোমরা যে সিংহের জাত!
সুযোগ এলো গর্ব করার
ঘুচাতে অন্যায় অপবাদ,
রাষ্ট্রদ্রোহীকে খতম করার
ভেঙ্গে যাক সকল বাধ!
ন্যায়ের পথের সৈনিকেরা
বন্ধ কর অশুভ উৎপাত,
হইসনে রে আর দিশাহারা
সন্ত্রাসীদের কর উৎখাত!
হাতীবান্ধা০৪আগষ্ট২৪রবিবার১১টা০৫পিএম