করিইনি কারো ক্ষতি,
কখনো যে একরত্তি!
সজ্ঞানে বা অজ্ঞানে,
সন্তর্পণে দিব্যজ্ঞানে!
ক্ষতিগ্রস্ত হয়নি সৃষ্টি,
সর্বদাই ছিলো সুদৃষ্টি!
খাটাইনিকো ক্ষমতা,
দিয়েছি পরম মমতা।
করিনি অপব্যবহার,
দেখাইনি দুর্ব্যবহার।
চিন্তায় শুধু উপকার,
হয়নি কভু অপকার
তবুও কঠিন পরীক্ষা,
সারা জনমের শিক্ষা!
রক্তগুলো যে বদরক্ত,
হয়েছে হারামের ভক্ত।
অচেনা যেন আত্মীয়,
হচ্ছে পাপীষ্ঠের প্রিয়।
রক্ষা কর মালিক সাঁই,
তুমি ছাড়া কেহই নাই!
কবিকুঞ্জ২০অক্টোবর২৪রবিবার০১টা২৭পিএম২৯২১