আমারে বানাইয়া মাগী
করলিরে তুই বড় দাগী
ধরলি সাধুর বেশ!
বেশ বেশ বেশ-
তুই মানুষ ভালা বেশ।।

তোর দিলে নাইরে দয়া,
হইছেরে তোর কঠিন হিয়া।।
সাদা মনে দাগা দিয়া
হইলি নিরুদ্দেশ।
বেশ বেশ বেশ-
তুই মানুষ ভালা বেশ।।

তোর মনে নাইরে মায়া,
দেখছিরে তোর কঠিন কায়া।।
সোজা মনে বোঝা দিয়া
সাজলি দরবেশ।
বেশ বেশ বেশ-
তুই মানুষ ভালা বেশ।।