মরণ যন্ত্রনা সয়েছি,
ব্যথা বেদনা বয়েছি।

রক্তে রঞ্জিত রয়েছি,
ক্ষণে ক্ষণে ক্ষয়েছি।

তবু তোকে চেয়েছি,
মনেপ্রাণেই চেয়েছি।

১৭ফেব্রুয়ারি২৫
সোমবার১০ঃ৫৬এএম
৩০৫৮কবিকুঞ্জ,পারুলিয়া।