গলার তাবিজ বানাইয়া
রাখমু তোরে ঝুলাইয়া,
যাইতে পারবিনা রে বন্ধু
কোথাও পলাইয়া।।
প্রেমের বন্ধু চিকনকালা,
তুই যে হলি গলার মালা।।
তোর লাগিয়া হই পাগলা
কান্দি রইয়া রইয়া।
যাইতে পারবিনা রে বন্ধু
কোথাও পলাইয়া।।
প্রাণের বন্ধু কৃষ্ণকালা,
তুই যে হলি বুকের জ্বালা।।
তোর লাগিয়া হই উতলা
কান্দি শুইয়া শুইয়া।
যাইতে পারবিনা রে বন্ধু
কোথাও পলাইয়া।।
২৯আগস্ট২৪বৃহস্পতিবার
০৫টা০৩পিএম২৮৭৫
কবিকুঞ্জ