হিংসা করে মূর্খ
সারাক্ষণ বুভুক্ষু,
করেনাতো সখ্য
ভয়ংকর ভিক্ষু।

দেয় যদি দুঃখ
হতে নেই রুক্ষ,
হতে হলে মূখ্য
হও তবে সূক্ষ্ম!

০১এপ্রিল২৫মঙ্গলবার১১টা১৮পিএম৩০৮৬চৌঃবাড়ী